নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - রামপুরহাটের বাগটুইর ভয়াবহ ঘটনার জেরে উত্তাল গোটা রাজ্য। এরপর মুখ্যমন্ত্রী নির্দেশের পর থেকেই পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে হাবরা, চাঁচল সহ আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র অভিযুক্তদের গ্রেফতার করছে। বর্তমানে পুলিশের সেই অভিযান জারি রয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভাঙড় থানার পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল ২ যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম কবিরুল পৌলান ও সাহেব আলি মোল্লা। কবিরুল পৌলানের বাড়ি ভাঙর চন্দনেশ্বর এলাকায়। সাহেব আলি মোল্লা ভাঙড়ের নাংলা এলাকার বাসিন্দা। পুলিশ দুই এলাকার গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাকা তল্লাশি করে। সেই তল্লাশিতে অভিযুক্ত কবিরুল পৌলানের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ। পাশাপাশি সাহেব আলি মোল্লা কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও একটি সতেজ কার্তুজ।
এমনকি এই জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। বেশ কিছু জায়গা থেকে পুলিশের অভিযানে ২৩ জনকে গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে জামিন অযোগ্য ধারায়। এছাড়াও নিদির্ষ্ট মামলার অধীনেও পুলিশের হাতে গ্রেফতার করেছে ২২ জন অভিযুক্তকে।
এপ্রসঙ্গে ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি তমাল সরকার জানিয়েছেন, 'আমাদের কাছে আগে থেকেই খবর ছিল এই জেলার কিছু জায়গায় আগ্নেয়াস্ত্র রয়েছে। সেইমতো অভিযান চালিয়েছে। পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে গ্রেফতার হয়েছে দুই যুবক। এরকম ভাবে আরও অভিযান চলবে। এই সমস্ত ঘটনার তদন্ত চালাচ্ছি আমরা'।
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল