বাগজোলা খালের জলে বেহাল পরিস্থিতি ক্যানাল রোড সহ ভাঙড়ের , উন্নয়ন নিয়ে তৃণমূলকে মোক্ষম জবাব নওশাদের

সেপ্টেম্বর ২৪, ২০২৩ বিকাল ০৫:৫৪ IST
651021c0ddb8f_InShot_20230924_171600445

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের প্রশ্ন উঠছে রাস্তার বেহাল দশা নিয়ে। রাস্তা নয় যেন পুকুর ভাবছেন বাসিন্দারা। ভাঙড়ে বাগজোলার ক্যানাল রোডে জল জমে খুব খারাপ অবস্থা। মুশকিলে পড়েছেন সাধারণ মানুষ। বিপদের আশঙ্কা নিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ। প্রশাসনের ওপর ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে , ভাঙড়ে বাগজোলার ক্যানাল রোডে অনেকদিন ধরেই এমন অবস্থা। নিউটাউন লাগোয়া গাবতলা থেকে শোনপুর পর্যন্ত বেহাল অবস্থা রাস্তার। প্রতিদিন এই রাস্তা ধরেই উত্তর ২৪ পরগণার হাড়োয়া মিনার্থী বা ভাঙড়ের বিস্তীর্ণ এলাকার মানুষের নিউটাউন-সল্টলেক যান। উচু নীচু ভাঙা রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা।

ভাঙড়ের বাগজোলা ক্যানেল রোডের বেহাল অবস্থা নিয়ে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী জানিয়েছেন,"ভাঙড়ের উন্নয়নের কথা বললেই বলে অর্থের অভাবে করা যাচ্ছে না। কিন্তু খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে প্রশাসন"।

অন্যদিকে তৃণমূল নেতা আরাবুল ইসলাম জমিয়েছেন,"এই রাস্তার কথা যখন জানা গিয়েছে তখন তা সমাধানের চেষ্টা করব। এখন বর্ষাকাল, তাই হয়ত কাজ হচ্ছে না"।

ভিডিয়ো

Kitchen accessories online