নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের অশান্তির আশঙ্কা ভাঙড়ে। সেই অশান্তি যাতে না হয় সে কারণেই মঙ্গলবার থেকে ফের জারি হল ১৪৪ ধারা।মঙ্গলবার ভাঙড় ২ ব্লকে পঞ্চায়েত উপসমিতি গঠন প্রক্রিয়ার সময় যাতে কোনও রকম বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণেই জারি ১৪৪ ধারা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। সোমবার এলাকায় মাইকিং করে তা ঘোষণা করেছেন কাশিপুর থানার পুলিশ আধিকারিকেরা।
সূত্রের খবর , মঙ্গলবার ভাঙড় ২ নম্বর ব্লকে কাশিপুর থানা এলাকায় মোট সাতটি গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন রয়েছে।সেই কারনেই যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণেই সতর্কতা জারি করেছে পুলিশ। এদিন এদিন ভাঙড় ২ ব্লকের কাশিপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।প্রতিটি পঞ্চায়েতের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত, সভাসমিতি বা মিছিল করা যাবে না। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে।
উল্লেখ্য , পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের ঘোষণা থেকেই রক্তগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। প্রায় প্রতিদিনই ভাঙড়ে অশান্তির খবর প্রায়শই শিরোনামে থাকতো। তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই এলাকায়। এমনকি দুইপক্ষের বেশ কিছু জন নিহত ও আহতও হয়েছেন। এরপর ভোট পর্ব মিটে যাওয়ার পর সেই ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপর আবার গত অগস্ট মাসেও ভাঙড় ২ ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় ওই সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। এবার আবার সেই ভাঙড় ২ ব্লকেই পঞ্চায়েত উপসমিতির গঠন নিয়ে যাতে অশান্তির ঘটনা না ঘটে তাই ফের একবার ১৪৪ ধারা জারি করল প্রশাসন।
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার