ভারত আমারও দেশ, আমি এদেশে জন্মেছি, মানচিত্র বিকৃতির পর ইনস্টাগ্রামে পোস্ট কানাডিয়ান-পাঞ্জাবি গায়ক শুভনীত সিংয়ের

সেপ্টেম্বর ২২, ২০২৩ দুপুর ০৪:২৩ IST
650d6e2d6d555_InShot_20230922_160357026

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করে কটাক্ষের মুখে কানাডিয়ান-পাঞ্জাবি গায়ক শুভনীত সিং। সোশ্যাল মিডিয়ায় তার সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভারতের বেশ কয়েকটি শহরে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু আগেই ক্যান্সেল সেসব শো। এমনকি বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় শুভকে আনফলো করেছেন। একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক।

খালিস্তানকে সমর্থন করার অভিযোগে গায়কের স্টিল রোলিন ইন্ডিয়া ট্যুরের আগেই শো বাতিল করা হয়েছিল। এখন সেই বিষয়েই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। যেখানে নিজেকে জাস্টিফাই করেন তিনি। যদিও এই পোস্টের পর অনেকেই বলছেন, যখন পেটের কথা এসেছে তখন ভারতের দারস্ত হতে হয়েছে। এই সমস্ত লেখা শুধু নিজেকে বাঁচানোর জন্য। ভারতে কোনও শো পাবে না তাই, অন্য কিছু নয়।

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে শুভনীত সিং বলেছেন যে তিনি গত দুই মাস ধরে তার ভারত সফরের জন্য কঠোর অনুশীলন করছেন এবং দেশে পারফর্ম করার কথা ভেবে খুবই উত্তেজিত ছিলেন। এদিন ইনস্টাগ্রামে র‌্যাপার পোস্ট করে লিখেছেন, 'পাঞ্জাবের একজন তরুণ র‌্যাপার-গায়ক হিসাবে, আমার সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে রাখা আমার জীবনের স্বপ্ন ছিল৷ কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি আমার কঠোর পরিশ্রম এবং অগ্রগতিকে বাঁধা দিয়েছে, এবং আমি আমার হতাশা এবং দুঃখ প্রকাশ করার জন্য কয়েকটি শব্দ বলতে চেয়েছিলাম'।

তিনি আরও লেখেন, ' ভারতে আমার সফর বাতিল হওয়ায় আমি অত্যন্ত হতাশ। আমি আমার দেশে, আমার লোকদের সামনে পারফর্ম করার জন্য অত্যন্ত উদ্দীপ্ত এবং উৎসাহী ছিলাম। প্রস্তুতি পুরোদমে ছিল এবং আমি আমার হৃদয় ও আত্মা দিয়ে অনুশীলন করছিলাম। গত দুই মাস। এবং আমি খুব উত্তেজিত, খুশি এবং পারফর্ম করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আমি অনুমান করি নিয়তির অন্য কিছু পরিকল্পনা ছিল'। ভারতের মানচিত্রকে বিকৃত করে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিচ্ছেন গায়ক। এমনি তিনি একজন খালিস্তানি সমর্থক তবে নিজের ক্যারিয়ার যখন ডুবছে সেটা দেখে হটাৎ পালটি খেলো এই গায়ক।

ভিডিয়ো

Kitchen accessories online