ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এ শিক্ষানবিশ পদে নিয়োগ

অক্টোবর ০৫, ২০২৩ রাত ১০:৫৮ IST
651ef2033db80_WhatsApp Image 2023-10-05 at 22.57.16_f6634944

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এ শিক্ষানবিশ পদে ১২০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে।

পদ – শিক্ষানবিশ (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ার)

শিক্ষাগত যোগ্যতা – BE / B.Tech পাশ করা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।  

বেতন – ১৭,৫০০ টাকা

বয়স – ২৫ বছর পর্যন্ত

শূন্যপদ – ১২০  

প্রার্থী বাছাই – ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।  

আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অনলাইনে ৩০.০৯.২০২৩ তারিখ থেকে ১৫.১০.২০২৩ তারিখে।

বিশদে জানতে - www,bel-india.in এই ওয়েবসাইট দেখুন।

ভিডিয়ো

Kitchen accessories online