ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ন্যাভাল অ্যাকাডেমি এক্সামিনেশন (II), ২০২২ এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌবাহিনীতে ৪০০ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে । নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ।
শিক্ষাগত যোগ্যতা-
(১) ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (আর্মি উইং) - উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা আবেদনের যোগ্য ।
(২) বায়ুসেনা এবং ন্যাভাল উইং (ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি-১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিম) ও ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি – ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথম্যাটিকস বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা আবেদনের যোগ্য ।
বয়স- জন্ম তারিখ হতে হবে ০২.০১.২০০৪ থেকে ০১.০১.২০০৭ তারিখের মধ্যে ।
শূন্যপদ- (১) ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ক্ষেত্রে শূন্যপদ ৩৭০ টি (সেনাবাহিনী- ২০৮ টি, নৌবাহিনী- ৪২ টি ও বায়ুসেনা- ১২০ টি ।)
(২) ন্যাভাল অ্যাকাডেমি (১০+২ ক্যাডেট এন্ট্রি স্কিম)- ৩০ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে । লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউ ও মেডিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে ।
স্টাইপেন্ড- প্রতি মাসে ৫৬,১০০ টাকা ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে ০৭.০৬.২০২২ তারিখের মধ্যে www.upsconline.nic.in এই ওয়েবসাইটে ।
বিশদে জানতে- http://upsc.gov.in এই ওয়েবসাইট দেখুন ।
বিজ্ঞপ্তি নং- 10/2022-NDA-II.
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর
বুমরার ব্যাটিং ২০০৭ সালের যুবরাজ সিংয়ের কথা মনে করিয়ে দেয় মাস্টার ব্লাস্টারকে
গোধরা কান্ডে ৩৫ তম অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদন্ডের ঘোষণা
১৯ হাজার টাকায় বিক্রি হলো ২০ কেজির ভেটকি