ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার ও নায়েব সুবেদার পদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে।
শূন্যপদ জানানো হয়নি। শূন্যপদ জানতে অমৃতবাজার ডিজিট্যাল ফলো করুন।
পদ – হাবিলদার ও নায়েব সুবেদার
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
বয়স – ১৭ বছর থেকে ২৫ বছর পর্যন্ত
প্রার্থী বাছাই – লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অনলাইনে ০১.১০.২০২৩ তারিখ থেকে ৩০.১০.২০২৩ তারিখ পর্যন্ত।
বিশদে জানতে - https://joinindianarmy.nic.in/Authentication.aspx এই ওয়েবসাইট দেখুন।