নিজস্ব প্রতিনিধি, বেজিং - ফের ড্রাগনের কু-নজর ভারত সীমান্তে। ভারতের ভূখন্ড দখলের নতুন ষড়যন্ত্রের জাল বুনছে চীন। অরুনাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকার নাম পরিবর্তন করেছে বলে অভিযোগ উঠেছে।
ভারতের উত্তর-পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশে চীনা অক্ষর এবং তিব্বতি ও রোমান বর্ণমালার ভিত্তিতে ১৫টি স্থানের নাম রাখার ঘোষণা করেছে চীন। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে তারা।
চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রক, বুধবার ঘোষণা করেছে, জংনানের (অরুণাচল প্রদেশের চীনা নাম) ১৫ টি স্থানের নাম চীনা অক্ষর, তিব্বতি এবং রোমান বর্ণমালার ভিত্তিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাদাখ বিবাদের মধ্যে চীনের এই পদক্ষেপ, উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগলিক নামের বিষয়ে চীনা মন্ত্রিসভার জারি করা নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ টি জায়গার অফিসিয়ালি নাম পরিবর্তন করা হয়েছে, আটটি আবাসিক স্থান, চারটি পর্বত, দুটি নদী এবং একটি পর্বত পাসের। এর আগে, এটি ২০১৭ সালে অনুরূপ একটি তালিকা প্রকাশ করেছিল, যেখানে রাজ্যের ছয়টি স্থানের নাম পরিবর্তন করা হয়েছিল।
অরুণাচল প্রদেশকে, দক্ষিণ তিব্বত বলে দাবি করে চীন। চীনের এই দাবি ভারত সরকার বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে বর্ণনা করেছে।
চীন তিব্বতবিদ্যা গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ লিয়ান জিয়াংমিনকে উদ্ধৃত করে একটি রিপোর্টে বলা হয়েছে, চীনা সরকারের পদক্ষেপটি স্থানীয় নামের একটি জাতীয় সমীক্ষার অংশ যা শত শত বছর ধরে বিদ্যমান। লিয়ান বলেন, এই ধরনের জায়গাগুলির মানসম্মত নাম দেওয়া একটি বৈধ পদক্ষেপ এবং এটি চীনা সার্বভৌমত্বের অধীনে এগুলি করা হচ্ছে। আগামী সময়ে আরও বেশ কিছু নাম ঘোষণা করা হবে।
চীনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গায় শুধু নিজের মনের মতো করে নাম দিলেই এই বাস্তবতা বদলাবে না। ২০১৭ সালেও চীন, কিছু জায়গার নাম পরিবর্তন করেছিল, যার জন্য তাদের কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল।
এসএসসি দুর্নীতি মামলায় দ্বিতীয় বার নিজাম প্যালেসে পার্থ
পাহাড়ের সমস্যা না মেটা পর্যন্ত কোনো নির্বাচন নয় , হুঁশিয়ারি বিমলের
বিস্তারিত দেখুন
পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম , আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ টি ইঞ্জিন নিয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার