নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - আগামী ১ লা ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে জি-২০র নেতৃত্ব দেবে ভারত। চলতি বছরের জি-২০র সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল বালিতে। সেখানেই ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো সভাপতিত্ব হস্তান্তর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। সেই সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর তার পরেই জি-২০র সমাবেশের আলোচনায় ভারতের পক্ষ থেকে নেওয়া 'প্রয়োজনীয় ভূমিকা' সম্পর্কে প্রশংসা করেছে হোয়াইট হাউস। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এসসিও শীর্ষ সম্মেলনে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন 'আজকের যুগ অবশ্যই যুদ্ধের জন্য নয়'। প্রধানমন্ত্রীর সেই বার্তার প্রশংসাও করেছে আমেরিকা।
শুক্রবার একটি প্রেস ব্রিফিংয়ে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, "ভারত শীর্ষ সম্মেলনের আলোচনায় একটি অপরিহার্য ভূমিকা পালন করেছিল। প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে বলেছিলেন যে আজকের যুগ যুদ্ধের হবে না। আমরা আগামী বছর ভারতের জি-২০ সভাপতিত্বে সমর্থন করার জন্য উন্মুখ হয়ে রয়েছি। আমরা সেই পরবর্তী বৈঠকের জন্য আগ্রহী।"
গত বুধবার, জি-২০ র বালি ঘোষণায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যে মতপার্থক্য রয়েছে তা স্বীকার করে নেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছিল যে সংঘর্ষে আটকে পরা বেসামরিক নাগরিকদের সুরক্ষা সহ আন্তর্জাতিক আইন মেনে চলাটাও অপরিহার্য। জি-২০র সদস্যরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির বিরুদ্ধে। এছাড়া দেশগুলি এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চেয়ে বার্তা দিয়েছে।
তিনি আরও জানান, মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডোর সঙ্গে কথা বলেছেন। জি২০ সদস্য দেশগুলির মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা