নিজস্ব প্রতিনিধি, অনন্তনাগ - গত মঙ্গলবার থেকে জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গির মধ্যে সংঘর্ষ চলছে। শহীদ হয়েছেন কর্নেল-মেজর-ডিএসপি ও ১ জওয়ান। আহত হয়েছেন ২ জন। পাহাড় ও জঙ্গলে ঘেরা দুর্গম এলাকার গুহায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা। দীর্ঘ ১২০ ঘণ্টা পরও অনন্তনাগে অভিযান অব্যাহত। সোমবার সকালে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে জঙ্গির ঝলসানো দেহ। শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
সেনা সূত্রে খবর, সোমবার ভোরে ড্রোনের সাহায্যে জঙ্গিদের লোকেশন ট্রাকের চেষ্টা করা হয়। তখনই জঙ্গলের এক প্রান্ত থেকে পুড়ে যাওয়া একটি দেহ উদ্ধার করা হয়। দেহটি জঙ্গির বলেই অনুমান করা হচ্ছে। তবে জঙ্গিদের পাল্টা বোমাবর্ষণে এক জওয়ানের মৃত্যু হয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, 'শত্রুদের জেনে রাখা উচিত ভারত এখন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে। ভারতের সঙ্গে যুদ্ধ করলে আপনাদের বাচ্চা অনাথ হয়ে যাবে'।
উল্লেখ্য, সেনা অফিসাররা গোপন সূত্রে খবর পান স্থানীয় এক এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গি সংগঠন রেজিসটেন্স ফ্রন্টের জঙ্গিরা। বৃহস্পতিবার সকালে সেই জঙ্গিদের ঘিরে ধরে সেনাকর্মীরা। দুই জঙ্গির মধ্যে একজন উজয়র খান। তিনি গতবছর লস্কর-ই-তৈবার কমান্ডার কমান্ডার হয়েছিলেন। এখনও জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।
এদিকে টিআরএফের দাবি, কর্নেল-মেজর-ডিএসপিকে মেরে লস্কর-ই-তৈবার কমান্ডার আবু কাশিমের মৃত্যুর প্রতিশোধ নিল তারা। এদিকে আবার ওয়েস্টার্ন কমান্ডের চন্ডীমন্দির সদর দফতরে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত একজন সেনাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইএসআই-কে মাদক ব্যবসায়ীর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দিত।
বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় জঙ্গিদমন অভিযানে নামে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। এই অভিযানে জঙ্গিদের গুলিতে ৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের ১৯ তম ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক এবং পুলিশের ডেপুটি সুপার হিমায়ুন মুজামিল ভাট। অভিযানের জন্য চিতা হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে