চাঁদে যেতে চায় বাংলাদেশ , প্রস্তুত হবার দিন গুনছে শেখ হাসিনা সরকার

অক্টোবর ০৭, ২০২৩ বিকাল ০৬:৩৩ IST
65215176aa56d_1662279878_hasina

নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন হন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এদিন শনিবার দুপুর ১২ টা নাগাদ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে গোটা টার্মিনাল ঘুরে দেখেন তিনি। এরপর উদ্বোধনের আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা। বক্তব্য রাখতে গিয়েই বলেন ভবিষ্যতে বাংলাদেশের চাঁদে পা রাখার ব্যাপারে তিনি আশাবাদী।

এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেন, "আমাদের বাংলাদেশকে আরো উন্নত ও প্রগতিশীল বানাতে হবে। আমরা দেখি আমাদের আশপাশের দেশ চাঁদে চলে যায়, তো আমরা কেন পিছিয়ে থাকব? আমরাও চাঁদে যাব। ভবিষ্যতে সেভাবেই আমরা দক্ষ জনশক্তি, স্মার্ট জনশক্তি গড়ে তুলব। আমরা চাই আমাদের দেশ আরও এগিয়ে যাক, আরও উন্নত হোক।"

তিনি আরও বলেন, আমাদের অ্যারোস্পেসের দিকটাও দেখতে হবে। সেটিকে আরও উন্নত করতে হবে। তার জন্য আরও গবেষণা করতে হবে। এর জন্য আমাদের লোকবল দরকার। এই দিকটার কথা মাথায় রেখে আমাদের যারা অত্যন্ত মেধাবী তরুণ-তরুণী আছে, তাদের উপযুক্ত শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যৎ আরো প্রচেষ্টা চালানো হবে।"

পাশাপাশি এদিন পূর্ববর্তী বাংলাদেশের শাসকদল বিএনপির প্রতি ক্ষোভ উগরে দেন হাসিনা। বলেন, "আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। এভিয়েশন খাত নিয়ে অতীতে ২৯ বছর ক্ষমতায় যারা ছিল তারা কিছু করেনি। আওয়ামী লীগই দিয়েছে। মানুষের মধ্যে একটা আত্মমর্যাদাবোধ তৈরি করে দিয়েছি আমরা।"

এরসঙ্গেই শেখ হাসিনা বলেন, পূর্ববর্তী সরকারকে গদিচ্যুত করে আমরা ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখন বিমানবন্দরে কোনো বোর্ডিং ব্রিজ বা পার্কিং লড কিছুই ছিল না। তারপর আমরা ক্ষমতায় এসে বিমানবন্দর তৈরি করেছি। চট্টগ্রাম এবং সিলেট দুটি আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা নির্মাণ করি। সাথে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়নের প্রকল্প গ্রহণ করি। তার ফল আজ পাওয়া যাচ্ছে।"

ভিডিয়ো

Kitchen accessories online