নিজস্ব প্রতিনিধি , হাওড়া - নির্মীয়মাণ মন্দিরে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে হাওড়ার সাঁকরাইল থানার মানিকপুর পুরাতন বাজার এলাকায় এক দুর্গা মন্দিরের। দুর্গা মন্দিরে কাজ করার সময় ভেঙে পড়েছে ছাদের একাংশ। ঘটনায় আহত হয়েছে ৭ শ্রমিক। রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইলের বিধায়ক।
সূত্রের খবর , সাঁকরাইল থানার মানিকপুর পুরাতন বাজার এলাকায় এক দুর্গা মন্দিরের মঞ্চ বাড়ানোর জন্য ছাদ নির্মাণের কাজ চলছিল। সোমবার রাত সাড়ে ১১ টা নাগাদ ঢালাইয়ের কাজ শেষ হয়ে যায়। তারপরই হটাৎ হুড়মুড়িয়ে ব্যাপক শব্দে ভেঙে পড়ে মন্দিরের অংশ। অংশ ভেঙে পড়ে কর্মরত শ্রমিকদের ওপর। এত রাতে এমন শব্দ শুনে দৌড়ে আসেন এলাকায় বাসিন্দারা।
সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার পুলিশ। তারপর আহত শ্রমিকদের উদ্ধার করা হয়। আহত ৭ জনকে প্রথমে স্থানীয় হাজি এসটি মল্লিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পরে হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে সারারাত খোঁজ করা হয়।
ঘটনার খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে আসেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। তিনি জানিয়েছেন,"দুর্গামণ্ডপ হচ্ছিল। ছাদ ঢালাই করতে গিয়ে ছাদটা ভেঙে পড়ে গিয়েছে। সকলেরই লেগেছে। তাদের সঙ্গে সঙ্গেই হাসপাতালে পাঠানো হয়েছে। আশা করছি তাড়াতাড়ি সকলে সুস্থ হয়ে যাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার চেষ্টা চালাচ্ছি।"