নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ভারতীয় চলচ্চিত্র জগতে আবারো এক অন্যতম হিন্দুত্ববাদী তথা স্বাধীনতা সংগ্রামীর কাহিনী ফুটে উঠতে চলেছে। ভিডি সাভারকরের ১৪০ তম জন্মবার্ষিকীতে মুক্তি পেল তাকে নিয়ে তৈরি হওয়া ছবির টিজার। গত রবিবার ২৮ মে মুক্তি পেয়েছে ‘স্বতন্ত্র বীর সাভারকরের' টিজার। নাম ভূমিকায় দেখা যাবে রণদীপ হুডাকে। এই ছবিটির পরিচালনা তিনিই করেছেন।
মুক্তি পাওয়া টিজারের শুরুতেই শোনা যায় , রণদীপ হুডার কণ্ঠস্বর। সেখানে তিনি বলেন," এই স্বাধীনতা সংগ্রামের লড়াই ৯০ বছরেরও বেশি সময় ধরে চলেছে। কিন্তু এটা অনেক আগেই শেষ হতে পারত যদি সকলে অস্ত্র নিয়ে এই যুদ্ধ করতো।খুব কম সংখ্যক মানুষই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন বাকিরা কেবল এই যুদ্ধকে হাতিয়ার করে রাজনৈতিক ভাবে নিজেদের সুবিধা তুলতে চেয়েছিল।গান্ধী ভুল ছিলেন না। কিন্তু উনি যদি অহিংস আন্দোলন এবং ভাবনায় বিশ্বাস না রাখতেন তাহলে আরও ৩৫ বছর আগেই ভারত স্বাধীন হয়ে যেত।"
এদিকে তিনি এই টিজার এবং পোস্টার শেয়ার করে লেখেন, ‘ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড ভারতীয়র তালিকায় থাকা প্রথম নাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এবং ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের যিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কে এই বীর সাভারকর? তার প্রকৃত গল্পটি দেখুন। রণদীপ হুডা ধরা দিচ্ছেন ‘স্বতন্ত্র বীর সাভারকর’ হিসেবে। ২০২৩ সালেই মুক্তি পাবে এই ছবি।
রণদীপ এই ছবির বিষয়ে নিজে জানিয়েছেন, 'সাভারকর একটি অসাধারণ জীবন যাপন করেছেন। আমি আমার ছবির জন্য গবেষণা করতে গিয়ে তার বিষয়ে আরও অনেক কিছু শিখেছি, জেনেছি। আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। তার ১৪০ তম জন্মদিনে আমাদের ছবির কিছু দৃশ্য ভাগ করতে নিতে ভীষণই আনন্দিত বোধ করছি।'
প্রসঙ্গত ,এখানে সাভারকরের উপর জেলে কী পরিমাণ অত্যাচার হতো সেটা তুলে ধরা হয়েছে। এই ছবির প্রযোজনা করেছেন রণদীপ হুডা, আনন্দ পণ্ডিত এবং সন্দীপ সিং। এই ছবির কাহিনি লিখেছেন উৎকর্ষ নৈথানি সহ রণদীপ হুডা। অমিত সিয়াল এবং অঙ্কিতা লোখান্ডেকেও এই ছবিতে দেখা যাবে। চলতি বছরেই এই ছবিটি মুক্তি পাবে।
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে
একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন তারা
কবে বসতে চলেছে রাঘব-পরিণীতির গ্র্যান্ড রিসেপশন তা জানতে আগ্রহী ভক্তরা
টাইগার ৩ মুক্তি পাবে দিওয়ালিতে
ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি
চলতি বছর পাঠান আর জওয়ান দিয়ে খেল দেখিয়েছেন কিং খান, এবার পালা ডাঙ্কির
এই সপ্তাহে ড্যান্স বাংলা ড্যান্সে তার ছাত্ররা এসে পারফর্ম করেন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে গণেশ পুজো দিলেন কিং খান
ছবি প্রকাশ্যে আসার পর নতুন জুটিকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগীরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামী কিছু তারকারা এবং রাজনীতিবিদরা
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
তার মৃত্যুতে শোকাহত গোটা বলি পাড়া
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উদয়ানিধি স্ট্যালিন