নিজস্ব প্রতিনিধি, বর্ধমান – বুধবার বর্ধমানের নীলপুরে বিদ্যাসাগর মহাশয়কে নিজের পাড়ার ছেলে বলে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার সকালে বর্ধমানের নীলপুর বাজার এলাকায় মর্নিং ওয়াক করেন দিলিপ ঘোষ। এরপর নীলপুরের বটতলা এলাকায় 'চায় পে চর্চা'-য় অংশ নেন দিলীপ ঘোষ। এই অভ্যাস প্রসঙ্গে সাংবাদিকদের দিলীপ বাবু বলেন, “কলকাতাতেও বিভিন্ন পার্কে যাই, চা খাই সবার সঙ্গে সাক্ষাৎ করি।" এরপরই দিলীপ ঘোষ বলেন, “বিদ্যাসাগর মহোদয় আমাদের পাড়ার ছেলে। ওনার গলায় মালা দিয়ে পায়ের নীচে বসে আছি, চা খাচ্ছি, সুন্দর পরিবেশ।"
প্রসঙ্গত, দিলীপ ঘোষ আজ নীলপুরের যেখানে ‘চেয়ে পে চর্চায়’ যোগ দিয়েছিলেন, তার ঠিক পিছনেই ছিল বিদ্যাসাগরের মূর্তি। সেই মূর্তির পাদদেশে চা খেতে খেতে সাংবাদিকদের দিলীপ ঘোষ এই কথা বলেন।