নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল হুগলীর এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুরজিৎ দাস(২৪)। হুগলীর কোন্নগরের কানাইপুরের বাসিন্দা সুরজিৎ। কিছুদিন আগে এলাকার তিন বন্ধুর সঙ্গে জম্মুতে কাজের সন্ধানে যান। এরপরই দুপুরে ফোন আসে মৃত্যু হয়েছে তার। পরিবারের অভিযোগ ভিন রাজ্যের কাজে গিয়ে তার ছেলে খুন হয়েছে।
সূত্রের খবর , পুজোর আগে সংসারের হাল ধরার জন্য জম্মুর রামবান জেলার বনিহালে কাজে যান সুরজিৎ। প্রত্যেকদিন বাড়ির লোকের সঙ্গে কলে অথবা ভিডিও কলে কথা হত সুরজিৎ-এর। হঠাৎই সোমবার দুপুরে ফোনে আসে সুরজিৎ-এর পরিবারের কাছে। বন্ধুরা জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণের মৃত্যু হয়েছে তার।সন্দেহ হওয়ায় ভিডিও কল করেন সুরজিৎ-এর মা। সুরজিৎ-এর মায়ের সন্দেহ হওয়াতে ভিডিও কল করতে বলে বন্ধুদের।
সুরজিৎ-এর দেহে ও মাথায় আঘাতের চিহ্নও দাবি পরিবারের। তার সঙ্গে যাওয়া কর্মরত বন্ধুরা জানায়, সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে। ঠিকাদার সংস্থা দেহ পাঠিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কানাইপুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন মৃতের বন্ধুদের বিরুদ্ধে। পরিবারের দাবি তারা জম্মু যাবার পরই যেন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
সুরজিৎ-এর মা সুলতা দাস জানান, "সমানে পুজো তাই ছেলেকে বলেছিলাম না যেতে। সুরজিৎ বলেছিল পুজোর আগে কাজ করলে দুটো পয়সা আসবে আবার কাশ্মীর ঘোরাও হবে। প্রায় প্রতিদিনই কথা হত আমাদের সঙ্গে।সোমবার দুপুরে ছেলের মৃত্যুর খবর পাই। যাদের সঙ্গে কাজে গিয়েছিল তাদের কথাবার্তা অসঙ্গতি এবং মাথায় আঘাত দেখে সন্দেহ হয় আমার"।