নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ভিন্নধর্মী প্রেমে পরিবারের বাঁধার জন্য আত্মঘাতী হলো যুগল। পরিবারের সঙ্গে প্রতিবেশীরাও প্রতিবাদ জানায় তাদের সম্পর্ককে নিয়ে যেটা মেনে নিতে পারেনি তারা। এই বিষয় নিয়ে চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগণার দেগঙ্গা থানার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের চক চাঁদপুর এলাকায়। তাদের সম্পর্কতে পরিবার ও প্রতিবেশী এরূপ প্রতিবাদ মেনে নিতে পারেনি তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলো বছর বাইশের মনিরুল ইসলাম এবং সতেরো বছর বয়সের নাবালিকা সুস্মিতা কাহার। দুজনেই দেগঙ্গার বাসিন্দা। প্রায় বেশ কয়েক বছর ধরে ওই যুবকের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক ছিলো যা তাদের পরিজন, প্রতিবেশীদের আপত্তির কারণ হয়ে দাঁড়ায়।
সম্প্রতি মনিরুল ইসলাম নাবালিকার বাড়ির আশেপাশে গিয়েছিল। সেটা দেখতে পেয়ে নাবালিকার এলাকার লোকজন মনিরুলকে মারধর করে। ফলে বুধবার সন্ধ্যার পর থেকে নাবালিকা এবং যুবকের কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির পর ওই দিন রাত দশটা নাগাদ চক চাঁদপুর এলাকায় একটি আমবাগানের মধ্যে একই গাছে সেই যুগলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনস্থলে পৌঁছে যুগলের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান। পুলিশ জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। ঘটনাটি একটি অস্বাভাবিক মৃত্যু মামলা। তবে যুগলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড