নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – রসিকপুরে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
মঙ্গলবার দিলীপ ঘোষের রোড শো পার্কাস রোডের মোড়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রসিকপুর মোড়ে তৃণমূল কর্মীদের জমায়েতের জন্য সেই রোড শো ভেঙে যায়। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী-সমর্থকদের কটূক্তি করে। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।
ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ থাকা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি বলে জানা গেছে।