অমৃতবাজার এক্সক্লুসিভ - ভৈরব পর্বত শক্তিপীঠ শিপ্রা নদীর তীরে ভৈরব পাহাড়ে অবস্থিত। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত রয়েছে ভৈরব পর্বত শক্তিপীঠ।এটি হরসিদ্ধি নামেও পরিচিত ছিলেন।মহাভারতের যুগে উজ্জয়নীর নাম ছিল অবন্তি এই অবন্তি প্রাচীন ভারতের একটি ঐতিহাসিক নগর ছিল।আপনারাও চাইলে ঘুড়ে আসতে পারেন এই স্থান থেকে।দর্শন করে আসতে পারেন ভৈরব পর্বত শক্তিপীঠে অবস্থিত মা অবন্তীকে।
ইতিহাস - দেবী সতীর দেহত্যাগের ইতিহাস আমরা প্রায় সকলেই জানি। সেই ঘটনার থেকেই শক্তি পীঠ তৈরির ইতিহাস জড়িয়ে। দেবী সতী যখন দেহ ত্যাগ করেছিলেন দেবী সতীর মৃতদেহ মহাদেব দেখে একেবারে উন্মাদে পরিণত হয়েছিলেন।এরপর সতীর মৃতদেহ কাঁধে করে নিয়ে তান্ডব নৃত্যতে পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।এতে সৃষ্টি ধ্বংসের মুখে যেতে থাকে এমন অবস্থায় কোন রকম উপায় না দেখে মহাদেবকে শান্ত করার জন্য শ্রীবিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহটিকে খন্ড খন্ড করে ৫১ টি খন্ডে বিভক্ত করে ছড়িয়ে দেয়।
দেবীর সেই দেহ খণ্ডগুলো যে যে স্থানে পড়েছিল সেখানে সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয়।ভৈরব পর্বত শক্তিপীঠে সতীর উপরের ঠোঁট পড়ে এই থেকে ভৈরব পর্বত সতীপীঠের জন্ম হয়েছে। শক্তিপীঠ ভৈরব পর্বতে অধিষ্ঠিত দেবী হলেন অবন্তি এবং ভৈরব হলেন লম্বকর্ণ।
মন্দিরের ভাস্কর্য - ভৈরব পর্বত শক্তিপীঠে রঙিন পাথর দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে।মন্দিরের ছাদে এবং দেওয়ালে খুব সুন্দর পাথরের কাজ করা আছে। আর এর সৌন্দর্য এবং স্থাপত্য শৈলী পর্যটকদের আকর্ষণ বেশি করে।
সারা বছর ধরে দেশ দেশান্তর থেকে পর্যটকদের আনাগোনা চলতেই থাকে। তাছাড়া দেবী অবন্তি এখানে দুর্গা রূপে পূজিত হয়েছিলেন সকলের কাছে।
পুজো - দেবী মন্দিরের দেবী দশভুজা, সিংহ বাহিনী, দশটি হাতে দশ রকমের অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো হয়ে থাকে।দেবীর মাথায় রয়েছে মুকুট এবং গায়ে রয়েছে অনেক অনেক অলংকার ও ফুলের মালা থাকে। তার পরনে রয়েছে টুকটুকে লাল রঙের শাড়ি। দেবী ও ভৈরবের সঙ্গে এখানে গণেশেরও পূজা করা হয়।
এছাড়াও দেবীকে অনেক সময় অবন্তিকা অথবা মহাকালী নামেও ডাকা হয়।
আবার এই স্থানেই প্রত্যেক ১২ বছর অন্তর শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়।সেই উপলক্ষ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসতেন মায়ের পুজো দিতে এবং কুম্ভ মেলা দর্শন করতে।
কিভাবে যাবেন ?
মধ্যপ্রদেশের উজ্জয়িনী এবং বর্তমান এই শহরে শিপ্রা নদীর তীরে ভৈরব নামে একটি পর্বতের উপরে অবস্থিত।শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়।আপনারা চাইলে ঘুড়ে আসতে পারেন এই স্থান থেকে।এখানে স্টেশন নেমে আপনারা লোকাল যানবাহন করেই ঘুরে আসতে পারেন এই স্থান থেকে।
ভারত – ১
মায়ানমার – ১
ম্যাচের শেষে ফলাফল ১৬-২৫, ২৫-১৮, ২৫-১৭
হাওড়া-রাঁচি ও হাওড়া-পাটনা দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গ
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী