নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট-পরবর্তী হিংসার ঘটনায় দু'জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার চুনাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।ধৃতদের নাম বিক্রম মন্ডল ও নিত্যানন্দ বৈদ্য। ধৃতরা সকলেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। বিশেষ করে এলাকার ছাটুইপাড়া, বড়িয়া সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানো হয়।এই সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। কিন্তু ইতিমধ্যেই এই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে।
ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার বাসন্তীর চুনাখালির গনেশ পাড়া এলাকা থেকে বিক্রম মন্ডল ও নিত্যানন্দ বৈদ্য নামের দুজনকে গ্রেফতার করে সিবিআই।ধৃতরা এই বাসন্তী এলাকার তৃণমূল কর্মী। ধৃতদের এদিনই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।তবে অভিযোগে আরও অনেকের নাম থাকলেও তাঁদেরকে গ্রেফতার বা আটক করতে পারেনি সিবিআই।
এ প্রসঙ্গে বিক্রম মন্ডলের বাড়ির লোক জানিয়েছেন, 'আজকে ৬ জনের সিবিআই একটি দল বাড়িতে আসেন। এসে তারা বিক্রমের খোঁজ করেন। তারপর বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা মামলার জন্য বিক্রমকে গ্রেফতার করে নিয়ে গেলেন সিবিআই।'
নিত্যানন্দ বৈদ্যর বাড়ির লোক জানিয়েছেন,' আমার ছেলে বাইরে কাজ করতো। তো ভোটের সময় সে বাড়ি এসেছিল। তখনই আমাদের গ্রামের প্রধান তাকে ডেকে নিয়ে গিয়েছিল। এবার তাকে যে বাড়িঘর ভাঙচুর করার জন্য নিয়ে গেছে সেটা তখন আমরা বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরাই আটকাতাম।'
এক বিজেপি কর্মী জানিয়েছেন, 'বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল কর্মীরা এই এলাকার সমস্ত বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন।এমনকি এক বিজেপি কর্মী মহিলাকে ধর্ষণও করেছিলেন। শুধু এই দু'জন নয় এই সব ঘটনার জন্য আরও অনেকে জড়িত আছে। প্রশাসনকে আবেদন জানাব তাদেরকে যেন গ্রেফতার করা হয়।'
অনূর্ধ্ব ২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার ইচিয়নে
পূর্বে আমরা দাদার কীর্তি সিনেমা দেখেছি , এখন কাকুর কীর্তি দেখছি , পরবর্তীতে ভাইপোর কীর্তি দেখব , রেলমন্ত্রীর ইস্তফার দাবি তোলায় অভিষেককে কটাক্ষ সুকান্তর
১৪ মাস আগেও ওই সেতুটি ভেঙে পড়েছিল
বিরোধী দলগুলি রেলমন্ত্রীর পদত্যাগের জন্য দাবি জানিয়েছে
আগামী ৭ই জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
কয়েক মাস পরেই হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন
নন্দীগ্রামে আহতদের বাড়ি বাড়ি মিষ্টি , ফল , হরলিক্স সহ অর্থ সাহায্য পাঠালেন শুভেন্দু
আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
এত মানুষের মৃত্যুর পর তো ক্ষমা চাইতে পারতেন , তোপ মমতার
গ্রেফতারের সময় অভিযুক্তদের থেকে উদ্ধার ১ কেজি ব্রাউন সুগার সহ প্রায় ৮ লক্ষ টাকা
সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনে এক সেনাসদস্যের মৃত্যু হয়
আমি রেলমন্ত্রী থাকাকালীন নিহতের পরিবারের একজনকে চাকরি দিতাম , নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর
রিয়ালের স্বর্ণযুগের অন্যতম প্রধান কান্ডারি ছিলেন বেঞ্জেমা
চোখ বন্ধ করলেই করমন্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার ছবি ভেসে উঠছে