নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট-পরবর্তী হিংসার ঘটনায় দু'জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই। দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার চুনাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।ধৃতদের নাম বিক্রম মন্ডল ও নিত্যানন্দ বৈদ্য। ধৃতরা সকলেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়। বিশেষ করে এলাকার ছাটুইপাড়া, বড়িয়া সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালানো হয়।এই সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। কিন্তু ইতিমধ্যেই এই ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দেওয়া হয়েছে।
ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার বাসন্তীর চুনাখালির গনেশ পাড়া এলাকা থেকে বিক্রম মন্ডল ও নিত্যানন্দ বৈদ্য নামের দুজনকে গ্রেফতার করে সিবিআই।ধৃতরা এই বাসন্তী এলাকার তৃণমূল কর্মী। ধৃতদের এদিনই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।তবে অভিযোগে আরও অনেকের নাম থাকলেও তাঁদেরকে গ্রেফতার বা আটক করতে পারেনি সিবিআই।
এ প্রসঙ্গে বিক্রম মন্ডলের বাড়ির লোক জানিয়েছেন, 'আজকে ৬ জনের সিবিআই একটি দল বাড়িতে আসেন। এসে তারা বিক্রমের খোঁজ করেন। তারপর বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা মামলার জন্য বিক্রমকে গ্রেফতার করে নিয়ে গেলেন সিবিআই।'
নিত্যানন্দ বৈদ্যর বাড়ির লোক জানিয়েছেন,' আমার ছেলে বাইরে কাজ করতো। তো ভোটের সময় সে বাড়ি এসেছিল। তখনই আমাদের গ্রামের প্রধান তাকে ডেকে নিয়ে গিয়েছিল। এবার তাকে যে বাড়িঘর ভাঙচুর করার জন্য নিয়ে গেছে সেটা তখন আমরা বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরাই আটকাতাম।'
এক বিজেপি কর্মী জানিয়েছেন, 'বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল কর্মীরা এই এলাকার সমস্ত বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন।এমনকি এক বিজেপি কর্মী মহিলাকে ধর্ষণও করেছিলেন। শুধু এই দু'জন নয় এই সব ঘটনার জন্য আরও অনেকে জড়িত আছে। প্রশাসনকে আবেদন জানাব তাদেরকে যেন গ্রেফতার করা হয়।'
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে