নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ – ২০২৩ সালে দাঁড়িয়ে গ্রামে ছিল না বিদ্যুৎ সংযোগ। আলো পাখা বিহীন জীবন কাটাচ্ছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কাশিয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের কলাবাগান গ্রামের মানুষজন। তবে এবার গ্রাম পঞ্চায়েতের ভোটে হেরে গিয়েও প্রতিশ্রুতি রাখলেন সিপিআইএম প্রার্থী। গ্রামে নিয়ে এলেন বিদ্যুৎ সংযোগ।সে কারণে গ্রামে উৎসবের আবহাওয়া।
সূত্রের খবর , মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কাশিয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের কলাবাগান গ্রামে বাস করে ১৮০ টি পরিবার। আশেপাশের গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও, এই কলাবাগান গ্রামে ছিল না বিদ্যুৎ। এবারের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কাশিয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন আজিজুল শেখ। ভোটে দাঁড়িয়ে বলেছিলেন এইবার গ্রামে তিনি বিদ্যুৎ আনবে। কিন্তু এবারের পঞ্চায়েত ভোটে হেরে যান তিনি। কিন্তু তাতে থেমে থাকে নি আজিজুল শেখ। হেরে গেলেও প্রতিশ্রুতি রেখেছেন। গ্রামে আসলো বিদ্যুৎ ব্যবস্থা। সেই নিয়ে বেজায় খুশি গ্রামবাসীরা।
গ্রামের এক বাসিন্দা বলে, “আমাদের গ্রামে কারেন্ট ছিল না। আশেপাশের গ্রামে ছিল ।পঞ্চায়েতে বারবার জানিয়ে লাভ হয়নি। এবারে আজিজুলদা গ্রামে কারেন্ট এনেছে। এতে সবার সুবিধা হবে। ভোটের আগে বলেছিলো কারেন্ট আনবে। হেরে গেছে ভোটে কিন্তু কথা রেখেছে।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের