নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের পর বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগণার বসিরহাট। মঙ্গলবার দুপুরে হঠাত্ই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পিপা গ্রামের রবিউল ইসলামের বাড়ি। এই ঘটনায় গুরুতর জখম হয় রবিউলের ষষ্ঠ শ্রেণিতে পড়া ছেলে ও স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২.২০ নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে রবিউল ইসলামের বাড়ি। পেশায় গাড়িচালক রবিউল তখন বাড়িতে ছিলেন না। রান্নাঘরে বিস্ফোরণ হয় বলে প্রতিবেশীরা জানিয়েছেন। বিস্ফোরণের ফলে মাথায় ও হাতে গুরুতর আঘাত পায় ১১ বছরের রাকিবুল। ঘটনার সময় নাবালক ছেলের কাছেই ছিলেন মা ফুলিয়া খাতুন। তিনিও আহত হন। তার বা পায়ের হাঁটুর কাছে গভীর ক্ষত তৈরি হয়েছে।
দু'জনকে সঙ্গে সঙ্গে বসিরহাট হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা। সেখানেই মা-ছেলের চিকিত্সা চলছে। আপাতত পরিস্থিতি স্থিতিশীল। তবে বিস্ফোরণের কারণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও পরিবারের সদস্যদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি ঘটেছে।
এদিকে গ্রামের বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার নয়, বোমা ফেটে আহত হয়েছে মা-ছেলে। পঞ্চায়েত ভোট উপলক্ষ্যে রবিউলের বাড়িতে বোমা মজুত করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়েই বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে পৌঁছয়। তারা রবিউল ইসলামের বাড়ি ঘিরে তল্লাশি শুরু করেছে।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ