নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। বৃষ্টির সুযোগ নিয়ে ঘটে গেলো একদিনে দুটি লুটপাট চুরির ঘটনা। রাতের অন্ধকারে মারুতি শোরুমে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি। ডাকাতি রুখতে গিয়েই মার খেল শোরুমের সিকিউরিটি গার্ড, মাটিগারা শিব মন্দিরের কাছে শুক্রবার ভোরে দিকে ঘটে যায় এই ডাকাতির ঘটনা। এই ডাকাতি আলোড়ন তুলেছে শহর জুড়ে। অপরদিকে এনজিপি থানার অন্তর্গত গোড়ামোর এলাকাতে ঘটে যায় আর একটি চুরির ঘটনা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে স্বর্নালঙ্কার সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয় বলে অভিযোগ করে বাড়ির মালিক।
স্থানীয় সূত্রে খবর মাটিগারা শিব মন্দিরের কাছে অবস্থিত এই মারুতি শোরুম। শুক্রবার ভোর প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘটে এই ডাকাতি। মোট চার জনের একটি ডাকাত দল আসে শোরুমের সামনে। মুখে কাপড় বেঁধে এসে মারধর করে শোরুমের বাইরে কর্তব্যরত গার্ডদের। তাদের থেকে চাবি ছিনিয়ে নিয়ে খোলে শোরুমের দরজা। তারপর ভিতরে ঢুকে চলে লুঠপাট। প্রায় ২৪ লক্ষ টাকা লুঠ করে চম্পট মারে ডাকাত দল। এসে উপস্থিত হয় মাটিগারা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় শোরুমে উপস্থিত গার্ডদের। যদিও ডাকাত দলের কোনও সন্ধান এখনও মেলেনি।
আর একদিকে এনজিপি থানার অন্তর্গত গোড়ামোর এলাকাতে ঘটে যায় একটি ভয়াবহ চুরির ঘটনা। গত এক সপ্তাহ আগে বাড়ির মালিক ধনেশ রায় ও তাঁর পরিবার অসম ঘুরতে যায়। ফিরে এসে ঘরের ভাঙা তালা দেখে চুরির সন্দেহ করে তারা। ভিতরে ঢুকে ঘরের লন্ডভন্ড দশা দেখে তারা। এরপর এনজিপি থানায় অভিযোগ দায়ের করেন ধনেশ রায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও কে বা কারা চুরি করেছে সে বিষয়ে কোনো প্রকার তথ্য মেলেনি।
মারুতি শোরুমে ডাকাতির ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ওখানে কর্মরত গার্ড জানায়,"কাল রাত তিনটের পর হঠাৎ করে চারজন লোক মুখে কাপড় বেঁধে আসে। আমাদের ধরে। জোর করে কাচের গেটের চাবি নিয়ে নেয়। তারপর আমাদের টানতে টানতে ভিতরে নিয়ে আসে। আমাদেরকে মারধর করে ফোন কেড়ে নিয়ে ক্যাশ কোথায় আছে জিজ্ঞেস করে। জানিনা বলতে আবার আমাদের মারে। তারপর চারিদিক ঘোরে জিনিসপত্র কিছু নিয়ে বেরিয়ে চলে যায়। "
এদিকে গোড়ামারার চুরির ঘটনায় বাড়ির মালিক ধনেশ রায় জানান, "আমি আসি। এসে দেখি বাইরের দরজা তালা দিয়ে বন্ধ। কিন্তু ভিতরে চাবি খুলে ঢুকে দেখি ঘর দুটোর চাবি ভাঙা। ঘরের সব জিনিস পত্র মাটিতে পড়ে আছে। শোকেস ভেঙে পড়ে আছে। সোনা টাকা জিনিস মিলিয়ে চুরি গেছে প্রায় লাখ খানেক টাকার জিনিস। "
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর