নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ফুচকা তৈরি করতে গিয়ে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেলো তিনটি বাড়ি। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা বাসাবাটি এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে তিনজন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিপুর ঝিকরা বাসাবাটির বাসিন্দা পেশায় ফুচকা ব্যবসায়ী হাফিজুল ইসলাম তিনি গ্যাস ওভেন জ্বালিয়ে নিজের বাড়িতে ফুচকা তৈরির কাজ করছিলেন। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। তড়িঘড়ি তিনি সেখান থেকে ছুটে পালিয়ে যান। সেই সময় ঘরের মধ্যে ছিল তার স্ত্রী ভাইয়েরা এবং বৃদ্ধ বাবা-মা তারা পালানোর সময় গুরুতর আহত হয়।
মুহূর্তের মধ্যে একটি সিলিন্ডার থেকে পরিবারের মধ্যে থাকা পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। হাফিজুল ইসলামের তিনটি পাকা বাড়ির টালির ছাউনি একেবারে উড়ে গিয়েছে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন দেগঙ্গা থানার বিশাল পুলিশবাহিনী। তার সঙ্গে বিডিও ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরাও পৌছায়। এই ঘটনায় আহত হয় তিনজন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় নেতৃত্বরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন,'হাফিজুল বাড়িতে বসে ফুচকা বানাচ্ছিল। তখন হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। ওই একটা গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে থাকা তিনটে পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।ফলে বাড়ির টালির ছাদ উড়ে চলে যায়। প্রশাসনকে অনুরোধ করবো হাফিজুলের পাশে থাকার জন্য'।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর