নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - ফের ভয়াবহ অগ্নিকান্ডের সাক্ষী দিল আলিপুরদুয়ারের কলেজহল্ট এলাকা। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় গোটা ৪ টি দোকান। স্থানীয়দের তরফ থেকে আগুন লাগার খবর দেওয়া হলে দমকলের ২ টি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন ঘটনাস্থলে পুলিশ বাহিনী আসার পাশাপাশি খবর পাওয়া মাত্রই সেখানে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী উপস্থিত হন। ঘটনায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়ে পরেছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে কলেজহল্ট এলাকায় আগুনের লেলিহানশিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর মুহূর্তের মধ্যেই বিধ্বংসী আগুন চারিদিকে ছড়িয়ে পরায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। তখন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে দমকলে খবর দেন। জানা গেছে, এদিন অগ্নিকান্ডের জেরে দুটি অভিজাত চায়ের দোকান, একটি মোবাইলের দোকান ও একটি স্টেশনারি দোকান ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকান্ডের তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করে বলেন, এদিন চায়ের দোকানের মধ্যে থেকে আগুন লেগে দুর্ঘটনার সূত্রপাত ঘটে। ভয়াবহ আগুনে ৪ টি দোকান ভস্মীভূত হয়ে আনুমানিক ২০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আচমকা এমন ক্ষয়ক্ষতির জেরে মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের।
চেয়ারম্যান মৃদুল গোস্বামী জানালেন, গতকাল রাতে আগুন লাগার ঘটনায় ৪-৫ টা দোকান পুড়ে গেছে। খুবই দুঃখজনক ঘটনায় তার খুব খারাপ লাগছে। কোথা থেকে আগুন লেগেছে টা স্পষ্ট নয়। তবে ফায়ারব্রিগেড এখনও আগুন নেভানোর চেষ্টায় আছেন। এখনকার ব্যবসায়ীরা খুব কষ্ট করে দোকান চালাচ্ছিলেন। খুবই খারাপ খবর এটা।
রঞ্জিত সাহা নামে স্থানীয় মোবাইলের দোকানের ব্যবসায়ী জানালেন, কিভাবে আগুন লেগেছে তারা কিছুই বুঝতে পারছেন না। এক ঘন্টা হলো তারা বাড়িতে গেছেন আর এরই মধ্যে এমন খবর শুনতে হলো তাদের। তার দোকানের অল্প মোবাইল দোকানেই ছিলো আর অল্প তার বাড়িতে ছিলো। প্রচুর টাকার জিনিস নষ্ট হয়েছে তার।
মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জওয়ানকে গুলি করে খুন
'উনি যে অর্পিতার বাড়িতে যেতেন, সেটা টালিগঞ্জের লোক বলছে', সৌগতকে পাল্টা তোপ দিলীপের
বাবা লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়া ধামে সাংসদ নুসরত জাহান
পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় দ্বারস্থ হলেন বিধায়িকা
মিনি ট্রাকে করে নানুর থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল
'নতুন জীবন শুরু হচ্ছে' - সোশ্যাল মিডিয়ায় পোস্ট চাহালের
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা
শাহনওয়াজ হোসেনের পিটিশন খারিজ করলো দিল্লি হাইকোর্ট
শহীদ ২২ জওয়ানের পরিবারদের ৭ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য
সাক্ষাতের পর মমতার উচ্চ প্রশংসা স্বামীর
বৃহষ্পতিবার দুই দলের তরফেই এই ব্যাপারে নিশ্চিত করা হয়
মুম্বাই সিটি এফসি - ৪
ভারতীয় নৌবাহিনী - ১
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয় , আত্মসমর্পণ করে বার্তা কেএলও জঙ্গির
১৫ নয় , ১৮ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল নদীয়া জেলা , স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের দারস্থ নেতাজি ব্রিগেড