ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান , মৃত ১৫

অক্টোবর ০৭, ২০২৩ রাত ০৮:৩৮ IST
652171a9df3c7_799bad5a3b514f096e69bbc4a7896cd99c24d

নিজস্ব প্রতিনিধি , কবুল - ফের ভয়াবহ ভূমিকম্পতে কেঁপে উঠলো আফগানিস্তান। শনিবার বেলা ১১ টা নাগাদ ইরান সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়েছে। ঘটনায় নিহত হয়েছে ১৫ জন। আহতের সংখ্যা প্রচুর। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , স্থানীয় সময় বেলা ১১টার সময় ৬.৩ মাত্রার ভূমিকম্পতে কেঁপে ওঠে ইরান সীমান্তবর্তী আফগান এলাকা। এই ঘটনায় আফগান কর্মকর্তারা জানান , ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে , ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে পরেছে। এছাড়াও বহু হতাহতের আশঙ্কা করছেন তারা।

এই ঘটনা প্রসঙ্গে হেরাতের বাসিন্দা ৪৫ বছর বয়সী বশির আহমেদ জানিয়েছেন, ‘আমরা অফিসে ছিলাম। হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। দেয়ালের প্লাস্টার খসে পরতে শুরু করে। দেওয়াল ও ভবনের কিছু অংশ ভেঙ্গে পরতে থাকে। এমনকি আমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি খুব দুশ্চিন্তায় এবং আতঙ্কে ছিলাম! ভয়ঙ্কর অবস্থা ছিল!’

ভিডিয়ো

Kitchen accessories online