ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ , তীব্র আতঙ্কে জেলাবাসী

অক্টোবর ০২, ২০২৩ রাত ০৯:২৯ IST
651adf9265805_1677058245_earthquake

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সোমবার সন্ধ্যায় আচকাই কেঁপে উঠলো মালদহ এবং কোচবিহারের জেলার বিভিন্ন অংশ। রবিবারও দেশের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। তবে এখনও পর্যন্ত কেউ আহত হয়নি।

সূত্রের খবর , সোমবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে। প্রথমে হালকা পরে মৃদু কম্পন অনুভূত হয়েছে। কোচবিহারের মাথাভাঙা, তুফানগঞ্জ, দিনহাটা, শীতলখুচি এই জায়গায় কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিংয়ের পাহাড়ি অংশেও ভূমিকম্প অনুভব করা গেছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ, অসম ত্রিপুরা, উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশ, অরুণাচল প্রদেশ সহ বিস্তীর্ণ এলাকা বিভিন্ন জায়গা কেঁপে উঠে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩।

রবিবার রাত ১১টা ২৬ মিনিটে হরিয়ানায় ভূমিকম্প অনুভূত হয়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়।রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ২.৬। জানা গেছে হরিয়ানার রোহতক থেকে ৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

ভিডিয়ো

Kitchen accessories online