নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - তৃতীয় পর্যায়ের সংক্রমণ রুখতে জেলায় জেলায় ভ্যাকসিনের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সরব হলো সিপিআইএম। বুধবার শিলিগুড়ি পুরো নিগমের ভ্যাকসিন দুর্নীতি বন্ধ করার দাবি সহ একাধিক দাবীতে পুর কমিশনারকে স্মারকলিপি দিতে এসে ধর্ণায় বসে সিপিআইএমের ৩ নম্বর এরিয়া কমিটি।
অভিযোগ সাধারণ মানুষের জন্য জঞ্জাল, রাস্তা মেরামতি, পানীয় জল, গরীব মানুষের ভাতা ও সারটিফিকেট প্রভৃতি বিভিন্ন দাবি নিয়ে বারবার পুরনিগমে স্মারকলিপি দিতে এলেও কোনো আধিকারিকের দেখা মেলে না। এদিনও স্মারকলিপি দিতে এসে পুর কমিশনার সহ কোনো আধিকারিকের দেখা না মেলায় ক্ষুব্ধ হয়ে ধর্ণায় বসেন তারা। তাদের দাবি অবিলম্বে দাবীর মান্যতা দিয়ে স্মারকলিপি গ্রহণ করতে হবে। দীর্ঘক্ষণ ধর্ণার পর পুরনিগমের এক আধিকারিক স্মারকলিপি নিতে এলে অবশেষে ধর্ণা তুলে নেওয়া হয়।
শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী বলেন, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে। তৃণমূল কংগ্রেস ভ্যাকসিন নিয়ে দুর্নীতি করছে। ভ্যাকসিন দেওয়ার কাজ স্বাস্থ্যকর্মীদের আর তা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের । বিভিন্ন ওয়ার্ড গুলোতে যখন ক্যাম্প হচ্ছে দেখা যাচ্ছে বিশেষ রাজনৈতিক দলের তত্বাবধানে ও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নির্দেশে তাদের লোকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে । সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে ফিরে যাচ্ছে। মঙ্গলবার ২৪ নম্বর ওয়ার্ডে সরকারি দল ভ্যাকসিন দেওয়া নিয়ে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সাধারণ মানুষ তা মেনে নেবে না। ভ্যাকসিন নিয়ে দলবাজি হচ্ছে। আমাদের দাবী বিভিন্ন ভ্যাকসিন সেন্টারে অগ্রিম বুকিং করা যাবে না, নিরপেক্ষভাবে যারা লাইনে থাকবেন তাদের সবাইকে ভ্যাকসিন দিতে হবে।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন