নিজস্ব প্রতিনিধি, সিকিম - গতকাল সিকিমের নথুলাতে আটকে পড়ে ১২০০ পর্যটক। প্রবল তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলেন সেনা জওয়ানরা। শনিবার রাতে তাঁদেরকে উদ্ধার করার পর পর্যটকদের সেনাছাউনিতে রাখার ব্যবস্থা করেন সেনাবাহিনী। আবহাওয়া প্রতিকূল না হওয়া পর্যন্ত সেনাছাউনিতেই তাঁদের সময় মতো খাবারের আয়োজন করে দিচ্ছেন সেনাবাহিনী।
গতকাল দুপুরের পর থেকেই সিকিমের নথুলা সহ ছাঙ্গু লেক, বাবা মন্দির, লাচেন সহ বিভিন্ন এলাকায় প্রবল তুষারপাত হয়। তুষারপাতের ফলে রাস্তাঘাট বরফাবৃত হয়ে পড়ে। এদিকে একেই বড়দিনের ছুটি তারউপর তুষারপাতের মনোরম দৃশ্য উপভোগ করার ইচ্ছায় সেখানে পৌঁছেছিলেন হাজার হাজার পর্যটক।
পর্যটন ভরা মৌসুমে প্রচুর সংখ্যক পর্যটক দার্জিলিং পাহাড় সহ সিকিম ঘুরতে এসেছিলেন এদিন। গতকাল বড়দিনের দিন দার্জিলিংয়ের সান্দাকফু, টাইগারহিল, চটকপুর সহ বিভিন্ন জায়গায় তুষারপাত পর্যটকদের কাছে এক অভিনব ব্যাপার গিয়ে ওঠে ফলে এই দৃশ্য উপভোগের জন্য তাঁরা বেরিয়ে পরেন। ফলে নথুলা সহ, ছাঙ্গু লেকে তুষারপাতের ফলে প্রচুর পর্যটক আটকে পড়েন।
সেনাবাহিনী সূত্রে খবর, ঘটনার দিন পর্যটকদের ভারতীয় সেনার ব্ল্যাক ক্যাট ডিভিশনের জোয়ানরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। তাঁদেরকে চিন সীমান্তবর্তী নথুলাতে তাঁদের ক্যাম্পে নিয়ে আসেন। এবং সেখানেই তাঁদের চিকিৎসারত অবস্থায় রাখা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং তাঁদের গাড়িগুলোকেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়।
ভাইচুংয়ের কথাতেই সায় দিলেন মেহতাব হোসেন
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল