নিজস্ব প্রতিনিধি, ঢাকা – রবিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই চরম ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন আপ। এই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কেমন যেন অচেনা লাগল। কার্যত বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটাররা। ২৪ বল বাকি থাকতে ১ উইকেটে জয় পেল টাইগাররা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। প্রথমে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। মাত্র ১৮৬ রান তোলে তারা। ওপেনার তথা অধিনায়ক রোহিত শর্মা ৩১ বলে ২৭ রান করে আউট হয়ে যান। আরেক ওপেনার শিখর ধাওয়ান ব্যাট হাতে চরম ব্যর্থ। ১৭ বলে মাত্র ৭ রান তোলেন তিনি।
তিন নম্বরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ১৫ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। শ্রেয়াস আইয়ার ৩৯ বলে ২৪ রান, লোকেশ রাহুল ৭০ বলে ৭৩ রান, ওয়াশিংটন সুন্দর ৪৩ বলে ১৯ রান করে আউট হন। বাকি ক্রিকেটাররা মাত্র ১০ রানের গন্ডিও টপকাতে পারেনি। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান ১ টি, সাকিব আল হাসান ৫ টি ও এবাদাত হোসেন ৪ টি করে উইকেট নেন।
এই রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে জয়ের হাসি হাসল বাংলাদেশ। ওপেনার নাজমুল হোসেন সান্ত রানের খাতা খুলতেই ব্যর্থ। আরেক ওপেনার তথা অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে কিছুটা দাপট দেখান। ৬৩ বলে ৪১ রান তোলেন তিনি। বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করেছেন লিটন দাস। তিন নম্বরে ব্যাট করতে নেমে আনমূল হক ২৯ বলে ১৪ রান করে আউট হয়ে যান।
সাকিব আল হাসান ৩৮ বলে ২৯ রানের একটা ছোটো ঝোড়ো ইনিংস উপহার দেন সমর্থকদের। মুসফিকুর রহিম ৪৫ বলে ১৮ রান, মাহমুলাহ ৩৫ বলে ১৪ রান, আফিফ হোসেন ১২ বলে ৬ রান করে আউট হয়ে যান। মেহেদি হাসান ৩৯ বলে ৩৮ রান ও মুস্তাফিকুর রাহমন ১১ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে দীপক চাহার ১ টি, কুলদীপ সেন ২ টি, ওয়াশিংটন সুন্দর ২ টি, শার্দূল ঠাকুর ১ টি, মহম্মদ সিরাজ ৩ টি করে উইকেট নেন।
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস
মৃত্যুকালে পারভেজ মুসারফের বয়স হয়েছিল ৭৯ বছর
ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাফায়েল জে হাইড