ওয়ানডে সিরিজ, মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ২৭৭ রান

সেপ্টেম্বর ২২, ২০২৩ বিকাল ০৫:৪০ IST
650d83bf2473e_Screenshot_2023_0922_173636

নিজস্ব প্রতিনিধি, মোহালি - শুক্রবার মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। ভারতের জয়ের জন্য দরকার ২৭৭ রান।

প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার মিচেল মার্শ ৪(৪) রান ও ডেভিড ওয়ার্নার ৫২(৫৩) রান তোলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথ ৬০ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন। মার্নাস লাবুশেন ৩৯(৪৯) রান তুলে সাজঘরে ফেরেন।

ক্যামেরন গ্রিন ৩১(৫২) রান, জশ ইংলিশ ৪৫(৪৫) রান, মার্কাস স্টইনিস ২৯(২১) রান তোলেন। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। প্যাট কামিন্স ২১(৯) রান করে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে মহম্মদ শামি ৫ টি, রবিচন্দ্রন অশ্বিন ১ টি, জাসপ্রীত বুমরা ১ টি ও রবীন্দ্র জাডেজা ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৬ রান তোলেন।

ভিডিয়ো

Kitchen accessories online