নিজস্ব প্রতিনিধি, অকল্যান্ড – আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। খাতায় কলমে নিউজিল্যান্ডের থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। পরিসংখ্যান অনুযায়ী, ভারত ও নিউজিল্যান্ড মোট ১০৭ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৫৫ বার। আর নিউজিল্যান্ড জিতেছে ৪৬ বার। ৫ টি ম্যাচ অমীমাংসিত ও ১ টি ম্যাচ টাই হয়েছে। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
ভারতের সম্ভাব্য একাদশ –
শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দূল ঠাকুর, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ –
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, টম লাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশ্যাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।