নিজস্ব প্রতিনিধি,পশ্চিম বর্ধমান- বারাবনি পঞ্চায়েতের অন্তর্গত বারাবনি গ্রামে বুধবার তৃণমূল ও বিজেপির মধ্যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আসে, বুধবার প্রায় বেলা সাড়ে বারোটা নাগাদ বারাবনি গ্রামে, বন্দনা গরাই নামে এক মহিলার বাড়ির দেওয়ালে তার অনুমতি না নিয়েই দুই বিজেপি কর্মী প্রসেনজিৎ গড়াই ও তারক মন্ডল, বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের নাম লিখতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধা দেয় এবং সেই দেয়াল লিখনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। বিজেপি প্রার্থী অরিজিৎ রায় ঘটনা স্থলে পৌঁছালে ভাঙচুর করা হয় তার গাড়িও।
বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন, কাজল বাউরী ও রাজেশ পাশওয়ান নামক দুজন তৃণমূলের আশ্রিত গুন্ডা বোমা পিস্তল নিয়ে বিজেপির দুই কর্মীকে তাড়া করেন এবং তারা পালিয়ে সেখান থেকে নিজেদের প্রাণ বাঁচান।
এই ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ সেখানে পৌঁছালে দুই পক্ষেরই কর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেন এবং বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জিজ্ঞাসা করলে বাড়ির মালিক বন্দনা গরাই জানান, " আমি কোনো দলকে দেওয়াল লিখতে বলিনি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে দেওয়াল লেখে আমি তাদের অনুমতি দিয়ে দি। আমি এত তৃণমূল বা বিজেপি বুঝিনা।"
এই ঘটনায় বারাবনি মন্ডল-১ এর সভাপতি সাধন রাউত বারাবনি থানা লিখিতভাবে অভিযোগ করেন। এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই প্রসঙ্গে বারাবনি মন্ডল-১ এর সভাপতি সাধন রাউত বলেন, "কর্মীদের মারধর করার পর থানায় অভিযোগ করা হয় এবং আমি নিজে বারাবনি থানার ইনচার্জকে জানাই আমরা প্রার্থীকে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি তারপর আমরা গ্রামে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের প্রার্থীর গাড়ি ভাঙ্গচুর করে।" বিজেপির উপর সন্ত্রাস চালিয়ে বিজেপিকে থামানো যায়নি আর যাবেও না বলে জানান সাধন রাউত।
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
তিরঙ্গার সাজে সেজে উঠেছে দুই ব্যস্ততম স্টেশন , অমৃৎ মহোৎসবে মাতোয়ারা রেলকর্মীরাও
অভিযুক্তকে খুঁজে কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর
সামাজিক সম্মান নিয়ে টানাটানি করলে সবার ভয় লাগে , আমার মতো অসীম ধৈর্য তো সবার নেই - ফিরহাদ হাকিম
'চোরেদের বাঁচাতে চোররাই পথে নামছে , ভালোমানুষরা তো গুড়-বাতাসা খাচ্ছে', কটাক্ষ লকেটের
‘যে বাংলায় রেনেসাঁ হয়েছে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে , আজ তা লজ্জার মুখে’, দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বামেদের
‘পঞ্চায়েতে হাফ , লোকসভায় পুরো সাফ’, বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতার
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় , অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে , প্রতিক্রিয়া মহকুমা শাসকের