নিজস্ব প্রতিনিধি, হুগলী – রবিবার তৃতীয় দফা নির্বাচনের আগে আজ শেষ দিনের প্রচারে তৃণমূল নেত্রী প্রথম জনসভাটি করেন হুগলীর খানাকুলে।
এই জনসভা থেকে তৃণমূল নেত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমন করে বলেন, “রোজ এসে এখানে মিথ্যে বলছে। ৬ বছর দিল্লিতে আছে কি করেছে বাংলার জন্য?"
মমতা অভিযোগ করেন, “কালকে একটা মিটিং-এ এসে ইলেকশন কন্ডাক্ট ভাওলেন্ট করে বলেছে রাজ্য সরকারের অফিসাররা রেডি থাকুন, লিস্ট করে রাখুন। আমি শপথে আসব।" মমতা প্রশ্ন করেন, “আপনি নিজেকে কি মনে করেন ভগবান? কোন অধিকারে আমার রাজ্য সরকারের কর্মচারীদের নির্দেশ দেন আপনি?"
মমতা মোদীর উদ্দেশে আরও বলেন, “আপনি আগে দিল্লি গিয়ে দিল্লি সামলান। দিল্লিকে তো শেষ করে দিয়েছেন। তিন দিনের জন্য বাংলাদেশ গিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়ে এসেছেন। যেখানে যান সেখানেই দাঙ্গা লাগান। আগে আপনি নিজেকে সামলান।"