“কি চায় বিজেপি”, প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী

এপ্রিল ০৫, ২০২১ বিকাল ০৬:০৬ IST
606afa21825b3_WhatsApp Image 2021-04-05 at 16.58.48

নিজস্ব প্রতিনিধি, হুগলী – সোমবার চতুর্থ দফার নির্বাচনের প্রচারে হুগলীর চুঁচুড়ায়  জনসভা করেন তৃণমূল নেত্রী।    

এই জনসভায় তৃণমূল নেত্রী বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “দেশে আবার নতুন করে করোনা দেখা দিয়েছে। এই করোনা পরিস্থিতিতে ৮ দফা নির্বাচনের কি দরকার ছিল?'

মমতা প্রশ্ন করেন, “কি চায় বিজেপি করোনার দোহাই দিয়ে নির্বাচন বন্ধ করতে?" বিজেপি-কে হুশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “ওই চালাকি চলবে না।” বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমি তো চেয়েছিলাম আমার রাজ্যের জন্য টিকা। কেন দিলে না তুমি টিকা?"  

রবিবার ছত্রিশগড়ের বিজাপুর জেলার জোনাগুরায় মাওবাদী হামলার প্রসঙ্গে তৃণমূল নেত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে অভিযোগে বিদ্ধ করে বলেন, “কাল জোনাগুরায় কত গুলো সেনা জওয়ান মারা গেল। তার কোনো প্রতিকার নেই। দেশ শাসন না করে এখানে এসে পড়ে আছে।”

ভিডিয়ো