নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গত সোমবার নারদ কান্ডে গ্রেফতার করা হয়েছে রাজ্যের ৪ হেভিওয়েট নেতা মন্ত্রীকে। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার সেই ঘটনায় বিস্ফোরক দেবলীনা কুমার। এক নেটাগরিকের একটি পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি প্রশ্ন করেছেন, “৪ নেতা-মন্ত্রী মাত্র ৫ লাখ টাকার জন্য ছুঁচো মেরে হাত গন্ধ করবেন কেন?”
ছোট থেকেই রাজনীতির আবহে বেড়ে ওঠা দেবলীনা বরাবরই স্পষ্ট বক্তা। তাঁর বক্তব্য, “ক্ষমতাশালীরা কেন এত সামান্য টাকা ঘুষ খাবেন? ৫ লাখ টাকায় কি হয়?” পুরো বিষয়টাই গোলমেলে ঠেকছে তাঁর কাছে। কারণ বর্তমান সমাজে উচ্চ মধ্যবিত্তরাও ৫ লাখের বেশি দামের গাড়ি চড়েন। ফলে তাঁর সন্দেহ, ‘নারদ কান্ড সাজানো নয় তো?’ যদিও পোস্টের শেষে তিনি এও জানান, মতামত সম্পূর্ণ ব্যক্তিগত।
প্রসঙ্গত, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র কন্যা দেবলীনা ২০২১ এর নির্বাচনে বাবার নির্বাচনী প্রচারের ছায়াসঙ্গী ছিলেন। বরাবরই তিনি রাজনীতিমনস্ক। প্রচারের ময়দানে নেমে বিরোধী পক্ষ তথা প্রধানমন্ত্রীকে পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েন নি। সুতরাং এই ঘটনাতেও যে তিনি চুপ করে থাকবেন না, সেকথা বলাই বাহুল্য।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে তবে কী ফেব্রুয়ারিতেই লোকসভা ভোট হবে?
আজ শপথ গ্রহণ আমাকে আগে জানানোই হয়নি , দাবি ধূপগুড়ির নব-নির্বাচিত তৃণমূল বিধায়কের