নিজস্ব প্রতিনিধি, কলকাতা- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বিরাট কোহলির সিংহাসন ছিনিয়ে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে কোহলিই ছিলেন মগডালে। কিন্তু সম্প্রতি বাবরের অসাধারণ ফর্মের সামনেই হার মানতে বাধ্য হলেন বাইশ গজের কিং। ৫০ ওভারের ফর্ম্যাটে ১৩৫৮ দিনের রাজত্ব শেষ হল কোহলির।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোহলি তিন ম্যাচে করেছিলেন ১২৯ রান। শতরানের মুখ দেখেননি তিনি। অন্যদিকে বাবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ছিলেন আগুনে ফর্মে। বাবরের ব্যাট থেকে এসেছে ২২৮ রান। ৭৬ এর গড়ে বাবর এই রান করেই টপকে যান কোহলিকে।
এই মুহূর্তে একে থাকা বাবরের সংগ্রহে ৮৬৫ রেটিং পয়েন্ট। কোহলি আট পয়েন্ট পিছিয়ে ৮৫৭ পয়েন্টে। তিনে আছেন হিটম্যান রোহিত শর্মা (৮২৫)। চারে নিউজিল্যান্ডের রস টেলর (৮০১ পয়েন্ট)। পাঁচে অ্যারন ফিঞ্চ (৭৯১)। অন্যদিকে আট ধাপ এগিয়ে প্রথম দশে বাবরের টিমের তারকা ফখর জামন (৭৭৮)।
তিন দিন আগেই দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-২০ ম্যাচে হারিয়েছিল পাকিস্তান। ওই দিনেই বাবর অনন্য মাইলস্টোনে বিরাটকে টপকে গিয়েছিলেন। নিজের দেশের দ্রুততম ও বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ১৬৫ তম ইনিংসে ৬০০০ রান পূর্ণ করেন তিনি।
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
১২.০৬ মিনিটে যদি ম্যাচ শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে
ফের শুরু হয়েছে বৃষ্টি, ম্যাচ কখন শুরু হবে?
বৃষ্টি থামার কোনও নাম নেই
২০২১ সালে বায়ার্নের সিইও হয়েছিলেন অলিভার কান
দেখতে দেখতে প্রায় ৬ মাস হতে চলল কুস্তীগিরদের আন্দোলন
গুজরাতের সামনে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের সুযোগ রয়েছে
বায়ার্ন মিউনিখ – ২
কোলন – ১
চেন্নাইয়ের সামনে পঞ্চম ট্রফি জয়ের হাতছানি
অমৃতবাজারের ফান গেমে অংশগ্রহণ করুন এবং জিতে নিন একটি আকর্ষণীয় পুরস্কার
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ
বেলা ১১টা নাগাদ পঞ্জাব সহ একাধিক রাজ্য থেকে মহিলাদের আসার কথা রয়েছে
ম্যাচের শেষে ফলাফল ১৪-২১, ১৭-২১
আগামী ১৮ই জুন থেকে ৯ই জুলাই জিম্বাবোয়ে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব
তিন প্রধানের মাঠ পরিদর্শনে গিয়েছিলেন পূর্ত দফতর, সেনাবাহিনী, কলকাতা পুলিশের আধিকারিক ও আইএফএ কর্তারা