নিজস্ব প্রতিনিধি, কলকাতা- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বিরাট কোহলির সিংহাসন ছিনিয়ে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে কোহলিই ছিলেন মগডালে। কিন্তু সম্প্রতি বাবরের অসাধারণ ফর্মের সামনেই হার মানতে বাধ্য হলেন বাইশ গজের কিং। ৫০ ওভারের ফর্ম্যাটে ১৩৫৮ দিনের রাজত্ব শেষ হল কোহলির।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কোহলি তিন ম্যাচে করেছিলেন ১২৯ রান। শতরানের মুখ দেখেননি তিনি। অন্যদিকে বাবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ছিলেন আগুনে ফর্মে। বাবরের ব্যাট থেকে এসেছে ২২৮ রান। ৭৬ এর গড়ে বাবর এই রান করেই টপকে যান কোহলিকে।
এই মুহূর্তে একে থাকা বাবরের সংগ্রহে ৮৬৫ রেটিং পয়েন্ট। কোহলি আট পয়েন্ট পিছিয়ে ৮৫৭ পয়েন্টে। তিনে আছেন হিটম্যান রোহিত শর্মা (৮২৫)। চারে নিউজিল্যান্ডের রস টেলর (৮০১ পয়েন্ট)। পাঁচে অ্যারন ফিঞ্চ (৭৯১)। অন্যদিকে আট ধাপ এগিয়ে প্রথম দশে বাবরের টিমের তারকা ফখর জামন (৭৭৮)।
তিন দিন আগেই দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-২০ ম্যাচে হারিয়েছিল পাকিস্তান। ওই দিনেই বাবর অনন্য মাইলস্টোনে বিরাটকে টপকে গিয়েছিলেন। নিজের দেশের দ্রুততম ও বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ১৬৫ তম ইনিংসে ৬০০০ রান পূর্ণ করেন তিনি।
টসে জিতে গুজরাত বোলিংয়ের সিদ্ধান্ত নেন
দুই ফুটবলারই চলতি মরসুমে দুরন্ত প্রদর্শন করেছেন
ছবিটি নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ
সৌরভের বাড়িতে নৈশভোজ করলেন তিনি
পঞ্জাবের শেষ ম্যাচেই এই নজির গড়েছেন তিনি
ডেলিভারিতে বৈচিত্র্য এনেছেন অশ্বিনও
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৬-১, ৬-০
যুবভারতীতে আজ রাত সাড়ে আটটা নাগাদ শুরু হবে এই ম্যাচ
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
ম্যাচের শেষে ফলাফল ৬-২, ৬-২, ৬-২
আইপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন তাঁরা
সেই ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়
আজ রাজস্থানের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলবে গুজরাত
নতুন সংবিধানের খসড়া তৈরি করেছে শীর্ষ আদালত নিযুক্ত প্রশাসকমণ্ডলী