নিজস্ব প্রতিনিধি , নদীয়া - জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা।যাত্রী বোঝাই বাস ও বেপরোয়া লরির মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের জেরে আহত কমপক্ষে ১৫ জন, তিনজনের অবস্থা অতি আশঙ্কাজনক।ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার নাগাদি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ সকালে তেহট্ট থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে আসছিল যাত্রী বোঝাই বাস, সেই সঙ্গে অপরদিক থেকে একটি দশ চাকা বিশিষ্ট লরি। রাস্তা মেরামতির দরুন রাস্তার পরিধি সরু হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্বৈতাকৃতি লরিটির সজোরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যার ফলে ঘটনাস্থলেই গুরুতর জখম হয় কমপক্ষে ১৫ জন, তিনজনের অবস্থা আশঙ্কা জনক। এই দৃশ্য পরিলক্ষিত হতেই স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে, তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত বাকিরা বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে,যাত্রী বোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি।এরপর ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি গুলিকে উদ্ধার করেন। জাতীয় সড়কে ঘটা এই দুর্ঘটনার জেরে ব্যাপক যনযাটের সৃষ্টি হয়েছিল। যদিও বর্তমানে সেই এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সেইসঙ্গে ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এলাকায়।
স্থানীয়দের দাবি, রাস্তার কাজ চলার কারণে একদিকে রাস্তা বন্ধ হয়ে যায়, অন্যদিকে রয়েছে রাস্তার গাডোয়াল। বাস চালক বাসটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ চেষ্টা সফল হয়নি। তখনই সরাসরি ওই দশ চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে, দীর্ঘদিন ধরে একই ভাবে রাস্তার কাজ চলার কারণে প্রায়ই ঘটছে একের পর এক দুর্ঘটনা। আজও যেভাবে যাত্রী বোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো, তাতে করে রাস্তার কাজ চলার কারণকেই দায়ী করছে স্থানীয়রা।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত