নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাসকে গতকাল নিগ্রহের জেরে ব্যাপক শোরগোল ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায় !এবারে সোশ্যাল মিডিয়ার পরবর্তীতে তাদের নিগ্রহের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন বিজেপি মহিলা নেতৃত্বরা ,সকলের সমবেত হয়ে নিমতা থানা ঘেরাও করলেন, পাশাপাশি থানার সামনে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে ব্যাপক ধর্ণা প্রদর্শন করার পর ডেপুটেশন প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ দুপুর নাগাদ নিমতার বিজেপি মহিলা নেতৃত্বরা সকলে একত্রিত হয়ে একটি পথ মিছিলের আয়োজন করে ,সেখানে মহিলা সুরক্ষার নিরাপত্তা না পাওয়ায় তীব্র বিক্ষোভ প্রদর্শন বিজেপি নেতৃত্বদের।পথ অবরোধ করে থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বসে ধর্ণায় সামিল হয়েছিলেন বিজেপি মহিলা নেতৃত্বরা।মহিলা নিরাপত্তা বিষয়ক একাধিক প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্বরা ,এরপর থানায় তারা ডেপুটেশন প্রদান করেন।
বিভিন্ন রকমের স্লোগান তুলে ও প্লাকার্ড হাতে করে তারা আজ পথ অবরোধে স্বামীর হয়েছিলেন, সেখানে মূল দাবি হল একজন তারকা মহিলার সঙ্গে যদি পুলিশের সামনে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়, তবে সাধারণ মেয়েরা একেবারেই সুরক্ষিত নয় !প্রতিটি বাড়ির মেয়ে, বউরা এই ধরনের পুলিশি ব্যবস্থায় একেবারেই নির্দ্বিধায় নির্ভয়ে বিচরণ করতে পারেন না।
এ প্রসঙ্গে বিজেপি মহিলা নেতৃত্ব জানিয়েছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মেয়ে! যে রাজ্যে পুলিশ প্রশাসনে রয়েছে একাধিক মহিলা পুলিশ! সেই রাজ্যে ঠিক কিভাবে পুলিশের সামনে একটি তারকা মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়?
একজন তারকা জুটির সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে ,তবে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলছে। আজ থানা ঘেরাও করা মাত্রই থানার বড়বাবু থানা ছেড়ে পালিয়ে যান, যেই পুলিশ কর্মচারী নবনীতা দাসকে হেনস্তা করেছেন ,তিনি খোলা হাওয়ায় নির্ভয়ে বিচরণ করছেন। এই ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি এই পুলিশি ব্যবস্থার তীব্র নিন্দা করেছেন তারা।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত