বিএনপি শুধু মানুষের রক্ত চুষে খেতে পারে , তীব্র কটাক্ষ হাসিনার

নভেম্বর ২৪, ২০২২ রাত ০৯:০৯ IST
637f88e81fac4_IMG_20221124_203733

নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বিএনপির বিরুদ্ধে পুনরায় এক মন্তব্য করে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরে অনুষ্ঠিত হওয়া আওয়ামী লীগের এক জনসভায় নিজের এই বক্তব্য রাখলেন তিনি। সেই সঙ্গে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ কিভাবে দেশের কার্যে নিয়োজিত রয়েছে সেই সম্পর্কেও কথা বললেন।

প্রায় ২৭ মাস পর বৃহস্পতিবার যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সকলের সম্মুখে তিনি বলেন, বিএনপি কিছুই দিতে পারে না, শুধু মানুষের রক্ত চুষে খেতে পারে। বিএনপি কর্মীরা মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে নিজেদের উন্নয়ন করতে ব্যস্ত বলে দাবিও করলেন।

প্রধানমন্ত্রী বলেছেন,"আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অনেক উন্নয়ন হয়েছে। তার আগে নাগরিকদের খাবার, থাকার জায়গা ছিল না। আমরা সেই সমস্ত কিছুর ব্যবস্থা করেছি। ডিজিটালাইজেশনের দিক থেকেও বর্তমানে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে।"

ভিডিয়ো

Kitchen accessories online