ভোট পরবর্তী হিংসায় যুবক খুনের ঘটনায় , এলাকা থেকে বিতাড়িত দুই পরিবার ফিরে এলো নিজেদের বাড়িতে

সেপ্টেম্বর ২৩, ২০২২ রাত ০৮:৫৬ IST
632db94571098_IMG_20220923_191730

নিজস্ব প্রতিনিধি , নদীয়া -  যুবক খুনের ঘটনার পর থেকে প্রায় আড়াই বছর পর ভিটে মাটিতে ফিরে এলো দুই পরিবার। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের বাঘা যতীন পাড়া এলাকার। ,এদিন তৃণমূল কাউন্সিলর ও পুলিশের উপস্থিতিতে পরিবারগুলিকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। বাড়িতে ফিরতে পেরে খুশি ভিটে ছাড়া পরিবার গুলি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে , গত আড়াই বছর আগে এলাকায় ভোট পরবর্তী হিংসায় খুন হয় এক যুবক। তারপর থেকেই উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা , নেয় রণক্ষেত্র চেহারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এরপর এলাকার বেশ কিছু দাপুটে তৃণমূল নেতার অত্যাচারে প্রায় ১৩ টি পরিবারকে ভিটেমাটি ছাড়া হতে হয়। পরবর্তী নির্বাচনের পরে এলাকার নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর ওই ভিটেমাটি ছাড়া পরিবার গুলিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়কের কাছে।

এরপরই তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বেশ কয়েকটি পরিবারকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। বাকি ছিল দুটি পরিবার। আজ শান্তিপুর থানার পুলিশ ও তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে ওই দুই পরিবারকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। আর পুজোর আগে বাড়িতে ফিরে আসতে পেরে খুশি ভিটেমাটি ছাড়া পরিবারগুলি। তবে এখন যুবক খুনের ঘটনা নিয়ে আর কোন প্রভাব নেই বলেই দাবি এলাকাবাসীদের।

এদিন এক ব্যাক্তি জানিয়েছেন , 'ভোট পরবর্তী হিংসা নিয়ে গোটা এলাকা উতপ্ত হয়ে উঠেছিল।তখন আমাকে খুব মারধর করে গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছিল। তবে এতদিন পর নিজের জন্মভূমি , নিজের বাড়িতে ফিরতে পেরে খুব ভালো লাগছে'।

তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানিয়েছেন , ‘অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম ভিটে ছাড়া পরিবারগুলোকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার। অবশেষে পৌরসভা ও প্রশাসনের সহযোগিতায় তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে’।

ভিডিয়ো

Kitchen accessories online