হামাসের হামলায় নিহত ইসরায়েলের ব্রিগেড কমান্ডার

অক্টোবর ০৮, ২০২৩ দুপুর ০৪:০৯ IST
652281027eb7c_prothomalo-bangla_2023-10_a2a32c15-ee5f-4ede-bdf9-9c8b5e3058de_F73PYmAW0AAu868

নিজস্ব প্রতিনিধি , জেরুজালেম - লড়াই চলছে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের। একের পর এক বিস্ফোরণ ঘটছে সেখানে। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। এবার হামাস বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন ইসরায়েলের সামরিক বাহিনীর ব্রিগেড কমান্ডার। নিহত ব্রিগেড কমান্ডার হলেন লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ। তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর নাহাল ব্রিগেডের দায়িত্বে ছিলেন। শনিবার হামাসের গুলিতে নিহত হন স্টেইনবার্গ।

এই বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে লিখেছে , ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকার কাছে গুলিতে নিহত হয়েছেন নাহাল ব্রিগেডের কমান্ডার জনাথন স্টেইনবার্গ। সেখানে নাহাল ব্রিগেডের সেনাদের সঙ্গে ইসরায়েলে ঢুকে পড়া হামাস জঙ্গিদের গোলাগুলি চলছিল। সেখানেই হামাসের গুলিতে শহীদ হন তিনি। তবে সেখানে স্টেইনবার্গ ছাড়া আর কোনো ইসরায়েলি সেনার প্রাণ গেছে কিনা তা এক্স বার্তায় উল্লেখ করা হয়নি।

ভিডিয়ো

Kitchen accessories online