যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, মন্তব্য ড. এ কে আবদুল মোমেনের

সেপ্টেম্বর ২৭, ২০২৩ রাত ১০:২৩ IST
6514318de425a_Screenshot_2023-09-24-14-09-46-65_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - গতকাল নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু কিছু গোষ্ঠী তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করছে বলে জানান তিনি।

এদিন তিনি জানান, 'আমরা যে নীতি ও মূল্যবোধে বিশ্বাস করি যুক্তরাষ্ট্র সেই নীতি ও মূল্যবোধে বিশ্বাস করে। নীতিগতভাবে আমাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে। তবে তাদের কোনো কোনো ব্যক্তি বিশেষ হয়তো আমাদের উন্নয়ন পছন্দ করছেন না। তাদের ব্যাপারে সজাগ থাকতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানায়। আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। এজন্য মাত্র ৯ মাসে আমাদের ৩০ লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছে। পৃথিবীর কোথাও গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এত অল্প সময়ে এত মানুষ আত্মত্যাগ করেনি'।

ভিডিয়ো

Kitchen accessories online