যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না, মন্তব্য বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মেননের

সেপ্টেম্বর ২৪, ২০২৩ দুপুর ০৩:০৮ IST
650ff5e492500_Screenshot_2023-09-24-14-09-46-65_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - গত শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ, তেমনি বাংলাদেশেও বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে বরাবরই চাপে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন। শুধু তাই নয় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাঁধা গ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর। এই বিষয়ে মন্তব্য করেন বিদেশমন্ত্রী।

এদিন তিনি জানান, 'বৈশ্বিক শক্তি হিসেবে তারা অবশ্যই অন্যদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ আমরা জানি কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়। আমদের দল আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নয়। কারণ তাদের বেশিরভাগ উন্নয়নশীল এই দেশেই থাকতে চায়। এমনকি আমাদের ভোটাররাও চিন্তিত নয়। কারণ তারা সম্ভবত যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে না'।

ভিডিয়ো

Kitchen accessories online